ভারত ফেরা মানুষের সংস্পর্শেই যশোরের আট জন করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ভারত ফেরা মানুষের সংস্পর্শেই যশোরের আট জন করোনায় আক্রান্ত হয়েছে বলে দাবি করেছে যবিপ্রবি’র গবেষক দল। জেলায় একের পর এক ভারতীয় ধরণ সনাক্তে জনমনে ভীতি বাড়ছে। বেনাপোল চেকপোস্ট বন্ধ ও কঠোর লকডাউনের দাবি জানিয়েছে স্থানীয়রা। আরো পর্যবেক্ষণের পর ব্যবস্থা নেবে, জেলা স্বাস্থ্য বিভাগ ও করোনা প্রতিরোধ কমিটি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে সাত জুন স্থানীয় আট জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত হয়। তবে, শনাক্তরা ভারতে যায়নি। ভারত ফেরা মানুষের সংস্পর্শে আক্রান্ত হয়েছে বলে মনে করছে যবিপ্রবির গবেষক দল।
ভারতীয় ধরণ সনাক্তকারীদের সংস্পর্শে এসেছে অনেকে। তাদের চিহ্ণিত করে দ্রুত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নেয়া হবে বলে জানায়, সিভিল সার্জন।
প্রয়োজনে লকডাউনের কথা ভাবছে বলে জানায় জেলার করোনা প্রতিরোধ কমিটি।
বেনাপোল চেকপোস্ট বন্ধ ও লকডাউনের দাবি জানিয়েছে স্থানীয়রা।
যশোরে এ পর্যন্ত ভারতীয় ধরণ সনাক্ত হয়েছে ১৫ জনের দেহে।