ভারত মহাসাগরে মার্কিন বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে মার্কিন বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনী।
সোমবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ় ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে এই নৌমহড়ায় অংশ নেয়। নৌবাহিনী এই মহড়াকে নিয়ম মাফিক বললেও বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীনের প্রতি বার্তাবাহী বলেই মনে করছেন কূটনীতিকরা। চীনের স্পর্শকাতর পণ্য রফতানি রুট মালাক্কা প্রণালীর কাছেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারত জাগুয়ার যুদ্ধবিমান মোতায়েন করেছে। পাশাপাশি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও মেতায়েন করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে মালাবার উপকূলে ভারত-মার্কিন নৌমহড়া হওয়ার কথা।