ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে কাজ করতে আবারো প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান তিনি। তিস্তার পানি চুক্তি নিয়ে সবকিছু প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ বিষয়ে সবার সাথে পরামর্শ করে যাচ্ছে দিল্লী। রোহিঙ্গা ইস্যুরও দ্রুত সমাধান হওয়া উচিত বলে মনে করে ভারত। বৈঠকে সীমান্তে যাতে কোন নিরীহ মানুষ প্রাণ না হারায়, সেজন্য যৌথ সীমান্ত ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সীমান্তে কোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে নির্দেশ দেবেন ভারত সরকার, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।