ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ০৩:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ভারতে টানা তৃতীয়বার বিজেপি সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির আমন্ত্রণে বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। এই সফরে দুই দেশের মধ্যে সংযোগ, জ্বালানি, বাণিজ্যসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ১০টির বেশি চুক্তি ও এমওইউ সই হতে পারে বলে জানা গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন– আলোচনায় এবার তিস্তা নয়, প্রাধান্য পাবে গঙ্গা চুক্তি। এছাড়া, সীমান্ত হত্যা বন্ধ, ঋণচুক্তি, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিনিয়োগ এবং মোংলা বন্দর ব্যবস্থাপনা নিয়েও আলোচনার কথা রয়েছে দুই দেশের সরকার প্রধানের। সবশেষ গত ৯ জুন মোদি সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, ভারতে সফরে সবসময় দুটি ইস্যু সামনে আসে। এর একটি তিস্তা, অপরটি সীমান্তে হত্যা। যদিও এসব বিষয়ে কখনই কোনো অগ্রগতি হয়নি। এদিকে..ভারত থেকে ফিরে আগামী মাসে চীনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক নানা কৌশলের কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।