ভার্চুয়ালি স্বাস্থ্য পরীক্ষার নামে নারীদের গোপন ভিডিও ধারণ করতো ফাহাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
চাকরির প্রলোভনে শতাধিক নারীকে ভার্চ্যুয়াল মেডিকেলের নামে গোপন ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক ফাহাদ। গতকাল রাতে রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে তাকে আটক করেছে রেব।
রাজধানীর কারওয়ান বাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় বেশি বেতনে চাকরির লোভ দেখিয়ে নারীদের আকৃষ্ট করতো ফাহাদ। করোনাকালে নারীদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার নামে কৌশলে তাদের গোপন ভিডিও ধারণ করতো। পরে, এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করতো। তাঁর কাছ থেকে ক্যামেরা, মুঠোফোন, সিম ও মেমোরি কার্ড এবং ইয়াবা জব্দ করা হয়।