ভালুকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে সহোদর তিন ভাইবোনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ থেকে ঘরে আগুন লেগে সহোদর তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, গার্মেন্টস-কর্মী সুমন মিয়ার ৫ বছর বয়সী মেয়ে খাদিজা, দু’বছর বয়সী ছোট মেয়ে রাদিয়া এবং তিন বছর বয়সী ছেলে রায়হান। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গার্মেন্টস কর্মী বাবা-মা তিন শিশুকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে কাজে বের হন। দিনমজুর কৃষক সুমন মিয়া স্থানীয় রুবেল মিয়ার বাসায় ভাড়া থাকেন। রাত সাড়ে ৯টার দিকে রুবেল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সুমন মিয়ার টিনের ঘরে। এ সময় ঘরে থাকা সুমন মিয়ার তিন সন্তান অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।