ভাষা শহীদদের স্মরণে টিএসসি প্রাঙ্গণে চলছে এই চলচ্চিত্র উৎসব

- আপডেট সময় : ১০:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
‘আমার ভাষার চলচ্চিত্র’—- ভাষা শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে চলছে এই চলচ্চিত্র উৎসব। স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের ১৯তম আসরের পর্দা ওঠে। এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে প্রদর্শিত হচ্ছে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ।
এদেশীয় দর্শককে দুই বাংলার স্বর্ণালি ও সমকালীন চলচ্চিত্রের সাপথে পরিচিত করে তুলতেই এই উৎসব আয়োজন। প্রতিটি সিনেমার টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এই টিকেট মুল্যের একটি বড় অংশ ভাষা সৈনিক আব্দুল মালেকের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
প্রথম বাংলা সিনেমা ‘মুখ ও মুখোশ’র পোস্টারসহ বিভিন্ন সময়ের নানা ধরনের বাংলা সিনেমার পোস্টার প্রদর্শিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।
নিজের সিনেমা নিয়ে দর্শকের মুখোমুখি হচ্ছেন নির্মাতা ও শিল্পীরা । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে চারটি সিনেমার প্রদর্শনী।