ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি
- আপডেট সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। বেদিতে শ্রদ্ধা নিবেদনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভার্চুয়াল জগতেও রাখা হচ্ছে কড়া নজরদারি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নারীরা শ্রদ্ধা নিবেদনে এসে যাতে কোনো রকম হেনস্থার স্বীকার না হয় সেটিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা আলপনায় সেজে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার।
শহীদ মিনারের প্রস্তুতি নিয়ে খুশি দর্শনার্থীরাও।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা দেখতে আসেন রেবের মহা-পরিচালক।
এসময় সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি।
করনা নিয়ন্ত্রণের সবাইকে স্বাস্থ্য বিধি মানার ও পরামর্শ দেন তিনি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিশেষ নজরদারি রাখার কথাও জানান রেবের মহাপরিচালক।