ভাসানচরে সৌর বিদ্যুতের প্যানেল চুরির সময় ৪ রোহিঙ্গা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ন প্রকল্পে সৌর বিদ্যুতের প্যানেল চুরির সময় ৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ও এফআইএস।
সকালে আটককৃতদের ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, সোমবার রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৩ নং ক্লাস্টারে আটককৃত রোহিঙ্গা কিশোররা সোলার প্যানেল চুরি করছিল। এসময় আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে।