ভাড়া নিয়ে গণপরিবহনের নৈরাজ্য চলছেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভাড়া নিয়ে গণপরিবহনের নৈরাজ্য চলছেই। বর্ধিত ভাড়া তালিকা না থাকায় যাত্রীরা পড়ছেন নানামুখী ভোগান্তিতে। এদিকে, তৃতীয় দিনের মতো মিরপুরে চলছে বাস ধর্মঘট।
ওয়েবিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে মিরপুরের বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে, রাজধানীর অন্যত্র ৫ থেকে ১০ শতাংশ গণপরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পরিবহন মালিক সমিতির। তবে প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আর যাত্রী কল্যাণ সমিতি মনে করছে, মাঝে মধ্যে অভিযান চালিয়ে গণপরিবহনের সীমাহীন নৈরাজ্য বন্ধ সম্ভব নয়। নির্ধারণ করে দেয়া ভাড়ার তালিকাও টাঙানো হয়নি অনেক গাড়িতেই। জানতে চাইলে পরিবহন সংশ্লিষ্টরা দিচ্ছেন নানা অজুহাত।