ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। দেশের সব ঘাটে নৌযান নোঙর করে রেখেছে মালিকরা। অনেকে জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে ট্রলার-স্পিডবোট ব্যবহার করছেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয় শনিবার সন্ধ্যা থেকে। ভোলার ১৬টি ঘাটে লঞ্চগুলো নোঙর করা আছে। অভ্যন্তরীণ রুট ভোলা-বরিশাল, ভোলা-লক্ষীপুর রুটের লঞ্চযাত্রাও বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট ও ইলিশা ঘাটে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হন। কিন্তু লঞ্চ না থাকায় অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রলার ও স্পীডবোটে বরিশাল এবং লক্ষ্মীপুর যেতে দেখা গেছে। ভোগান্তি লাঘবের জন্য দ্রুত ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন যাত্রীরা।