ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে সাংবাদিকদের ওরিয়েন্টেশন
- আপডেট সময় : ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ।
মেহেরপুরে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮১৪২ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৭৭২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
শেরপুরে সকালে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আওতায় মোট ২ লক্ষ ৫ হাজার ১০১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাজবাড়ীসহ ও সারাদেশের ন্যায় আগামী ৫ জুন রাঙামাটিতেও শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জেলার ১০ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি এবং ১ বছর থেকে ৫ বছর বয়সি মোট ৮২ হাজার ৪শ’ ৯৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ঝালকাঠিতে জাতীয় ভিটমিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন।