ভিন্ন আয়োজনে অন্যরকম দিন কাটলো শেরপুরের ভিক্ষুকদের
- আপডেট সময় : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
শেরপুরের রাস্তা-ঘাট, বাড়ি কিংবা দোকানে প্রতিদিনই দেখা হয় তাদের। বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে দিন চালান তারা। সমাজে তাদের পরিচয় ভিক্ষুক হিসেবে। সুবিধাবঞ্চিত এই মানুষগুলোই এবার অংশ নিল আনন্দ ভ্রমণে। ভিন্ন আয়োজনে অন্যরকম দিন কাটলো তাদের।
শেরপুর সদরের গোল্ডেন ভ্যালী পার্কে ভিক্ষুকদের নিয়ে হয়ে গেলো আনন্দ ভ্রমণ। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেন বাজিতখিলা এলাকার যুবকরা। আর এই অনুষ্ঠানে নাম দেন ভিক্ষা বিলাস।
আনন্দ ভ্রমণে অংশকারীদের মধ্যে ছিল নানান আয়োজন।
খেলাধুলা, আনন্দ-আড্ডা, গান-নাচ, ভাত-মাংসে হয়েছে ভোজন, প্রতিযোগিতা, করোনা সামগ্রী প্রদান ও যাতায়াতের জন্য পেয়েছেন নগদ টাকা। আর এসব পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ভিক্ষুক। তাদের পুরো দিন কাটে আনন্দে।
ভিক্ষুকদের একদিন ভালো খাবার ও আনন্দ দিতে এমন আয়োজন বলে জানালেন; উদ্যোক্তারা।এই আয়োজনে জেলার প্রায় ৬০জন ভিক্ষুক এসেছিলেন। যাদের মধ্যে ছিলেন কয়েকজন প্রতিবন্ধীও। অন্যরকম একটা দিন কাটিয়ে দিনশেষে নিজেদের ঠিকানায় ফিরে যায় সমাজের সুবিধাবঞ্চিত এই মানুষগুলো।