ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ৩ জনের দেহে শনাক্তের পর ইতালিতে জরুরি বৈঠক
- আপডেট সময় : ১২:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ইতালিতে তিনজনের দেহে শনাক্তের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি বৈঠকে ডেকেছে।
নতুন এ করোনাভাইরাসটি ইতিমধ্যে প্রায় এক মাস হয়ে গেছে ইতালিতে। ডেনমার্কে সংগ্রহ করা নমুনার তিনটি ক্রম এবং অস্ট্রেলিয়ায় একটি নেয়া হয়েছিল গত মাসে। এ বিবর্তনের ফলে ব্রিটেনের ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত বলে স্থানীয় গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছেন। জানা গেছে, ইতালির পালেরমোতে লন্ডন থেকে আগত একটি ফ্লাইটে ১৩৪ যাত্রীর মধ্যে তিনজনের করোনা ধরা পড়ে। আরও দুজন সন্দেহের তালিকায় রয়েছেন। ফলে নতুন ভাইরাস আতঙ্কে এখন ইউরোপ। রোববার ৩৫১ যাত্রী নিয়ে লন্ডন থেকে আরেকটি ফ্লাইট আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি এসে অবতরণ করলে আরও একজনের করোনা শনাক্ত করা হয়।
এদিকে, বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৭৭ লাখ। মহামারিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজার ৯২৪। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এটি ‘নেওয়া নিরাপদ’, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তিনি টিকাটি নিয়েছেন বলে জানিয়েছেন।