ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১০:২০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নিজ নিজ লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে দুই ইউরোপিয়ান জায়ান্ট বার্সেলোনা ও পিএসজি। বার্সার প্রতিপক্ষ মায়োর্কা। আর পিএসজি খেলবে নিসের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।
মাঠের খেলায় দারুন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিগে টানা ৪ জয় কাতালানদের। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে কাতালান ক্লাবটি। দারুন ফর্মে দলের তারকা খেলোয়ার রবার্ট লেওভানডস্ফকি। লিগে ৬ ম্যাচে ৮ গোল আর দুই এসিস্ট এই পোলিশ তারকার। তাই এ ম্যাচেও জাভি হার্নান্দেজের মূল হাতিয়ার লেওভানডস্ফকি। এদিকে ফ্রেঞ্চ লিগে এখনো অপরাজিত পিএসজি। ৯ ম্যাচে ৭ জয় আর ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ম্যাচ জিতে লিগে নিজেদের শীর্ষস্থান পূনরায় ফিরে পেতেই মাঠে নামবে মেসি-নেইমার-এমবাপ্পেরা।