ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন অব্যাহত শাবিপ্রবিতে
- আপডেট সময় : ০৪:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করে আলোচনার প্রস্তাব পাঠান। তবে প্রথমে রাজী হলেও পরে শিক্ষার্থীরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
পরে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গতকাল রাতে আসেন তিন ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।গতকাল দুপুরের পর আন্দোলনরত শিক্ষাথীঁদের একটি প্রতিনিধি দল ঢাকায় যাওয়ার কথা জানায়। কিন্তু আড়াই ঘণ্টার ব্যবধানে বিকাল সাড়ে ৫টার দিকে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। পরে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানায়, অনশনরত শিক্ষার্থীদের সিলেটে ফেলে কয়েকজন ঢাকায় যেতে পারবেন না। প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে সিলেটে এসে আলোচনায় বসার আহবান জানায় শিক্ষার্থীরা। অথবা ভার্চুয়ালী তাদের সঙ্গে আলোচনা করতে পারেন শিক্ষামন্ত্রী।সবশেষ খবরে জানা যায় অনশনরত শিক্ষার্থীদের অবস্থা এখন আশঙ্কাজনক। অসুস্থ্য হয়ে এখন পর্যন্ত ১৬ শিক্ষার্থী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।