ভিসি এম রোস্তম আলীর বিতর্কিত নিয়োগ নিয়ে হট্টগোলে বোর্ড সভা পন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এম রোস্তম আলীর ভাতিজিসহ শতাধিক বিতর্কিত নিয়োগ নিয়ে হট্টগোলে বোর্ড সভা পন্ড হয়ে গেছে।
বোর্ড সভায় শতাধিক নিয়োগ, পদোন্নতি ও শিক্ষকদের এমফিল পিএইচডি অনুমোদনের কথা ছিল। নিয়োগ বোর্ডের সভাপতি ভিসি তার ভাতিজিসহ ১০২টি পদে পছন্দের লোককে চাকরি দেয়ার চেষ্টা করেন। এ নিয়ে সভায় বোর্ড সদস্যরা প্রশ্ন তোলেন। এ সময় উপাচার্য উত্তেজিত হলে শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হট্টগোল বাধলে, ভিসি সভা বাতিল করেন। প্রতিবাদে শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যের কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিকেল চারটার দিকে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষক-কর্মকর্তারা।