ভিয়েনা না নিলেও রাষ্টদূত তৌহিদের পাশে থাকবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
কিছু মানুষ অন্যের ভালো দেখতে না পেরে অপবাদ দেয়ার চেষ্টায় থাকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেটের চাঁনপুর এলাকায় সুরমা নদীর খনন কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এজন্য মিডিয়াকেও দোষারোপ করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামের প্রশংসা করেন। তৌহিদুল ইসলামকে মেধাবী ও ভালো অফিসার হিসেবে অ্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যতদিন মন্ত্রী আছেন ততদিন তৌহিদুলকে সব ধরণের সমর্থন দেবেন। গেলো বছরের মাঝামাঝি থেকে ভিয়েনা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য আছে। এ পদে কূটনীতিক তৌহিদুলকে নিয়োগ দিয়ে এ–সংক্রান্ত প্রস্তাব ভিয়েনায় পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেখানকার সরকার তৌহিদুলকে গ্রহণ করতে রাজি হয়নি। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে চিঠি লিখে তৌহিদুলকে গ্রহণ করতে অনুরোধ জানান। তবে এতেও কাজ হয়নি।