ভীতি ও সংশয় কেটে যাওয়ায় করোনার টিকার প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের
- আপডেট সময় : ০৮:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভীতি ও সংশয় কেটে যাওয়ায় দিনে দিনে করোনার টিকার প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারছেন না, তাদেরকে টিকার আওতায় নিতে স্পট রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। এ কথা জানিয়েছেন বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডাক্তার আতিকুর রহমান। চিকিৎসক, রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ টিকা নিতে আগ্রহী হয়ে ওঠেছেন।
দেশব্যাপি করোনার টিকা কার্যক্রমের তৃতীয় দিনে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৮টি বুথে সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত প্রায় ১৫শো টিকা দেয়া হয়।
এ সময় টিকা নেন চিকিৎসক, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা।
করোনার টিকা পেতে অনলাইনে রেজিষ্ট্রেশন করে বিড়ম্বনায় পড়েছেন ধানমন্ডি ঝিগাতলার বাসিন্দা এইচ জে এম কামাল।
টিকা নিতে আসাদের সহযোগিতা করতে চিকিৎসকের পাশাপাশি সক্রিয় রয়েছে রেড ক্রিসেন্ট কর্মীরা। এতে খুশি টিকা গ্রহিতারাও।
টিকার নিবন্ধনে অনলাইনে অসুবিধা হলে, প্রতিটি কেন্দ্রে এনআইডি কার্ড দেখিয়ে স্পট রেজিষ্ট্রেশনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান।
ঢাকায় ৫০টি হাসপাতালে গেল দুই দিনে ১২ হাজারের বেশী এবং সারাদেশে ৭৭ হাজারের বেশী মানুষকে টিকা দেয়া হয়েছে।