ভুট্টা ক্ষেতে ‘ফল আর্মি ওয়াম’ পোকার আক্রমণ দেখা দিয়েছে
- আপডেট সময় : ১১:০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৬৩১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার ভুট্টা ক্ষেতে ‘ফল আর্মি ওয়াম’ নামে এক ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে । দ্রুত ছড়িয়ে পড়ছে ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর পোকাটি। কীটনাশক ব্যবহার করে প্রতিকার পাচ্ছেন না কৃষক।এতে ফলন বিপর্যের আশংকা করছেন তারা ।তবে পরিস্থিতি মোকাবেলায় আন্তজার্তিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র -সিমিট এবং কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
কয়েক বছর ধরে বেশি লাভ হওয়ায় ভুট্টা আবাদে ঝুঁকে পড়ছেন চুয়াডাঙ্গার কৃষকরা। গত বছর নভেম্বর মাসে বিশ্বব্যাপী ফসল বিধ্বংসী পোকা ফল আর্মি ওয়াম প্রথম দেখা দেয় জেলার দামুড়হুদার একটি ভুট্টা ক্ষেতে।গত বছর এই পোকায় ভুট্টা ক্ষেত বেশি আক্রান্ত না হলেও এবার তা বৃদ্ধি পেতে শুরু করেছে।জেলার বোয়ালমারি, ডিঙ্গেদহ, মুন্সিগঞ্জসহ কয়েকটি মাঠে ভুট্টা ক্ষেতে এই পোকা ছড়িয়ে পড়েছে। এটি ভুট্টা গাছের পাতা ও কান্ড খেয়ে নষ্ট করছে।
পোকাটি মূলত আফ্রিকান পোকা হিসাবে পরিচিত। গত বছর ভারতে এটি দেখা দেয়।পোকার বিস্তার কমাতে কৃষি মন্ত্রণালয়ের অধিনে আন্তজার্তিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র-সিমিট এবং কৃষি বিভাগ কাজ শুরু করেছেন।
চলতি মৌসুমে ৪৬ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে যাবে। জানালেন এই কৃষি কর্মকর্তা।