ভুট্টোর বিরুদ্ধে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ওজনে কম দেয়ার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উমারপুর ইউনিয়নের ডিলারে আবদুল হাই ভুট্টোর বিরুদ্ধে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উমারপুর ইউনিয়নের হাপানিয়া খেয়ো ঘাটে কার্ডধারীরা চাল কম পেয়ে ক্ষোভে ফুঁসে ওঠে। এলাকাবাসী জানায়, করোনা প্রতিরোধে লকাডাউন ঘোষনা করা উমারপুর ইউনিয়নের দুর্গম চরের হতদরিদ্ররা ৩শ’ টাকায় ৩০ কেজি চালের বস্তা সংগ্রহ করতে যায়। এসময় বস্তায় চাল কম আছে, সন্দেহ হলে ওজন করলে প্রতি বস্তায় ৪-৫ কেজি করে চাল কম ধরা হড়ে। এসময় অবস্থা বেগতিক দেখে ডিলার আবদুল হাই ভুট্টো পালিয়ে যায়।