ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমান্ডু
- আপডেট সময় : ১২:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
রবিবার সকালে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু। ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। নেপালের ধাদিং জেলা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে ‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ সূত্রে খবর।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। তবে পার্শবর্তী অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন অঞ্চলও কেঁপে উঠেছে ভূমিকম্পে। তবে এই ভূমিকম্পের কারণে হতাহতের খবর পাওয়া যয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।
সরকারি নথি অনুযায়ী, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১৫ সালে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প নেপালে আঘাত হেনে। সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ন’হাজার মানুষের মৃত্যু হয়েছিল।