ভূমি জালিয়াতিতে সর্বোচ্চ সাজা ৭ বছর : ভূমিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
ভূমি নিয়ে প্রতারণা ও জালিয়াতি করলে সর্বোচ্চ সাজা ৭ বছর। এখন থেকে জালিয়াতি ও প্রতারণা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এছাড়া ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক কেউ হতে পারবে না। দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন ভূমিমন্ত্রী ।
ভূমি নিয়ে বিরোধ বাংলাদেশে একটি দীর্ঘ দিনের সমস্যা। এ বিরোধের জেরে পারিবারিক, সামাজিক নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনকি ভূমির মালিকানা নিয়ে প্রতি নিয়ত খুনখারাবিও হচ্ছে। পুঞ্জিভূত এ সমস্যা দূর করতে সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৩ পাশ হয়েছে।সচিবালয়ে এ নিয়ে কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মন্ত্রী জানান, এই আইন অনুসারে কেউ ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবেন না।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি নিয়ে প্রতারণা ও জালিয়াতি করলে সর্বোচ্চ সাজা ৭ বছর। এটি ফৌজদারি অপরাধ। ভূমি সংক্রান্ত বিষয় মামলা ১৮০ কার্যদিবসের মধ্যেই বিচার নিষ্পত্তি করতে হবে।
এই আইন কার্যকর হলে আবাসন প্রকল্পের নামে অবৈধ জমি দখল ও হস্তান্তর নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান হবে বলে জানান সাইফুজ্জামান চৌধুরী।