ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে
- আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের নতুন বাইডেন প্রশাসন ও বাংলাদেশের হাসিনা সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে, পাশাপাশি হাসিনা-বাইডেনের সু-সম্পর্কের ইতিবাচক ফল পাবে বাংলাদেশ- এমনটাই আশা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, অতীতে ওবামা সরকারের সাথে বাংলাদেশের যে সহাবস্থান ছিল তার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
২০১৪ সালে জাতিসংঘের শান্তিরক্ষা অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছিল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। ঐ অধিবেশনে কো চেয়ারপার্সন হিসেবে একই মঞ্চে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা ও ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন । বৈঠকের বাইরেও এ দুই নেতা ব্যক্তিপর্যায়ে নানা বিষয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। আর তাই আমেরিকার এই নয়া প্রেসিডেন্ট শেখ হাসিনার জন্য নতুন কোন রাষ্ট্রনেতা নন।
জয়ী ডেমোক্রাট বাইডেনের এখন অপেক্ষা কেবল হোয়াইট হাউসে যাওয়ার। প্রভাবশালী যুক্তরাষ্ট্রের মসনদে পরিবর্তন হলেও সুসম্পর্ক আরো জোরদার করতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। এদিকে টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপে বাংলাদেশের উন্নয়নে অভিভূত হয়ে বাইডেন অভিহিত করেছিলেন এশিয়ার টাইগার হিসেবে।
টিকফা চুক্তি, জিএসপি সুবিধা, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পন্যের রপ্তানী সহজ করতে এবং নতুন ব্যবসায়িক পথ উন্মোচনে – বাইডেন সরকার বাংলাদেশের সহযোগী হবে বলে আশা করা হচ্ছে।
জলবায়ুর পরিবর্তনের প্রভাব , পাশাপাশি কোভিডের সাথে যুদ্ধরত বিশ্বে হাসিনা সরকার পাশে পাবে বাইডেনকে এমনটাই প্রত্যাশিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতে রোহিঙ্গা সমস্যার মত ভূরাজনৈতিক সমস্যাগুলো সমাধানে হাসিনা-বাইডেনের ব্যক্তিগত বোঝাপড়াও ইতিবাচক ভূমিকা রাখবে।