ভেজাল ওষুধ ও অ্যান্টিবায়োটিকের ব্যবহারসহ দূষিত খাদ্যে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আজ বিশ্ব কিডনি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে—‘সুস্থ কিডনি সবার জন্য : জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’। দেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও রোগীর সঠিক পরিসংখ্যান নেই। প্রায় ২০ বছর আগের পরিসংখ্যান অনুযায়ী ২ কোটির বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। বাস্তবে বর্তমানে কিডনি রোগী কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, খাদ্যে ভেজাল, কেমিক্যাল সংমিশ্রণে উত্পাদিত খাদ্যসামগ্রী, ভেজাল ওষুধ ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ব্যথানাশক ওষুধ সেবনসহ পরিবেশগত নানা কারণে দেশে কিডনি রোগী বৃদ্ধি পাচ্ছে। কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি অনেক উচ্চবিত্তও সর্বস্বান্ত হচ্ছেন। দেশে কিডনি রোগীদের মধ্যে বেশিরভাগই দরিদ্র। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালই তাদের একমাত্র ভরসা।