ভোগান্তির অপর নাম পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট
- আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ভোগান্তির অপর নাম পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট। যেখানে অনিয়মই নিয়মে পরিণত করেছে বিআইডব্লিউটিসির কতিপয় কর্মকর্তা ও দালাল সিন্ডিকেট। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার যানবাহনের যাত্রী ও শ্রমিক।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায়, বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। বুধবার দুপুরে পাটুরিয়া ঘাটে তিন কিলোমিটার যানজট দেখা গেছে । নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকট দেখা দিয়েছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন পার হওয়ায় বেড়েছে শক্তিশালী দালাল-সিন্ডিকেটের অত্যাচার। টার্মিনালে সিরিয়াল বাণিজ্য ও ফেরির টিকিট বিক্রিতে বিআইডব্লিউটিসি ও পাটুরিয়া ঘাটে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রতিদিন লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ করছে শ্রমিক ও যাত্রীরা।
এক/দুই দিন অপেক্ষা করে ফেরি পাচ্ছেনা অনেকে। আবার, বাড়তি এক হাজার টাকা পুলিশ সদস্যকে দিলেই মাঝখান দিয়ে কোন কোন চালক ফেরিতে উঠে পরছে বলে অভিযোগ করছে শ্রমিকরা।
এব্যাপারে মোবাইল ফোনে কিছু বলতে রাজি হননি মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ।
কেউ বেশি টাকা নিলে, ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, বিআইডব্লিউটিসি।
দুর্ভোগ ও চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।