ভোগান্তি নিয়েই রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঈদের শেষে ভোগান্তি নিয়েই রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। কর্মস্থলে যোগ দিতে ভোর থেকেই সদরঘাটে লঞ্চ টার্মিনালে দক্ষিনাঞ্চলের যাত্রীদের ছিলো উপচে পড়া ভীড়। যাতায়াত বিড়ম্বনা নিয়ে তাদের নানা অভিযোগ থাকলেও দেখার কেউ নেই টার্মিনালে। এদিকে, ঈদযাপন শেষে কেউ কেউ আবার রাজধানী ছেড়ে যাচ্ছেন গ্রামেও।
ঈদ আনন্দ শেষ—এবার ফেরার পালা রাজধানীতে …
রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। চোখে ঘুম, সঙ্গে ক্লান্তি….. ঈদ পরবর্তী সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলে যোগ দিতে রাতভর ছিলেন লঞ্চে –স্বজনদের সাথে নিয়ে।
ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা সদরঘাটে ভীড়তে থাকে সারি সারি লঞ্চ। ভোলা থেকে আসা প্রিন্স অব রাসেল থেকে নেমে অতিরিক্ত যাত্রীর অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।ঢাকায় ঈদ উদযাপন শেষে অনেকে বাড়ি যাচ্ছেন।
এদিকে, যাত্রীদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। সদরঘাট লঞ্চ টার্মিনালে—মালিক সমিতি ও বিআইডব্লিউটি’র কোন কর্মকর্তার দেখা মেলেনি।দক্ষিণাঞ্চলের ৪৩টি রুট থেকে প্রায় ১শ’র বেশি লঞ্চ ভিড়েছে সদরঘাটে।