ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে লিটারে আবার বাড়ানো হলো ১২ থেকে ১৪ টাকা
- আপডেট সময় : ০৫:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ভোজ্যতেলের দাম কমাতে বিভিন্ন পর্যায়ে ভ্যাট মওকুফ করেছে সরকার। নির্ধারণ করা হয়েছে নতুন দর। তারপরও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দাম রাখা হচ্ছে সয়াবিন তেলের। প্রতি লিটারে দাম বেড়েছে ১২ থেকে ১৪ টাকা। একেকজন ক্রেতার কাছে একেক দামে তেল বিক্রির অভিযোগ ক্রেতাদের। তবে, এমন অভিযোগ নাকচ করেছেন ডিলার ও বিক্রেতারা। বিক্রেতাদের ভাষ্যমতে, সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতাই পারে তেলের দাম স্বাভাবিক অবস্থায় ফেরাতে।
বাজারে সয়াবিন তেলের মজুদ ফুরিয়ে গেছে। দোকানের থরে থরে সাজানো সয়াবিনের বোতল আর দেখা যাচ্ছে না।ভোজ্যতেল নিয়ে বাজরে চলছে নৈরাজ্য। অসাধূ ব্যবসায়ীরা তৈরী করছে তেলের কৃত্রিম সংকট। ক্রেতাদের এমন অভিযোগ আরো আগের। আসন্ন ঈদকে কেন্দ্র করে তেল নিয়ে তেলেসমাতি কাণ্ড আরো তীব্র হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তেলের দাম বেশি রাখছেন বিক্রেতারা, এমন অভিযোগ করেন বাজারে আসা ক্রেতারা।
তবে, বিক্রেতারা বলছেন, বোতলজাত তেল সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে ৬০ টাকা বেশি দিতে হয় ডিলারদের।
আন্তজার্তিক বাজারে তেলের দাম বেড়েছে। তবে সরকার ও তেল ব্যবসায়ীদের মধ্যকার সমোঝাতায় পারে তেলের বাজার স্বস্তি আনতে বলে জানান ডিলারা।
তেলের বাজার নিয়ন্ত্রণে করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা।