ভোজ্যতেলের দাম হঠাৎ লিটারে বাড়লো ১০ টাকা
- আপডেট সময় : ১১:১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
ঈদের পরই সারাদেশে হঠাৎ বেড়েছে ভোজ্যতেলের দাম। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মিল মালিকেরা।
গতকাল মঙ্গলবার থেকেই ভোজ্যতেলের নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কোম্পানিগুলোর সংগঠন- বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি ও উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত এসআরও’র মেয়াদ ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে পরিশোধিত পাম তেল ও পরিশোধিত সয়াবিন তেলের ভ্যাট অব্যাহতি–পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে দেয়া চিঠি অনুসারে, প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা। রোজার আগে ১ মার্চ বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়। ওই সময় আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম ওঠানামার মধ্যে থাকায় পাম তেলের দাম নির্ধারণ করা হয়নি। এবার পামের দামও নির্ধারণ করেছে কোম্পানিগুলো। তবে ভ্যাট প্রত্যাহারের সময় শেষ হলেও এভাবে সয়াবিনের মূল্যবৃদ্ধির ‘সুযোগ নেই’ বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।