ভোজ্যতেলের সিন্ডিকেট ভাঙার নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্যতেলের দাম। লাগামহীন দাম বৃদ্ধির কারণে অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এমন পরিস্থিতিতে সয়াবিন তেলের সিন্ডিকেট ভেঙে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রিটের শুনানিতে এ কথা বলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ। তারা বলেন, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কুক্ষিগত করে জনগণকে ভোগান্তিতে ফেলেছে এক শ্রেণীর সিন্ডিকেট। এ সব ভেঙে দিতে হবে। একইসঙ্গে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দায়ের করা রিটের আদেশের জন্য সোমবার দিন ঠিক করে আদালত। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে ৩ আইনজীবী হাইকোর্টে রিট করেন। রিটে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।