ভোজ্যতেল কারখানাগুলোতে আজ থেকে ‘অধিকতর তদন্ত’ চালাবে বাণিজ্য মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৪:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
অস্বাভাবিক দাম বাড়ায় দেশের ভোজ্যতেল কারখানাগুলোতে আজ থেকে ‘অধিকতর তদন্ত’ চালাবে বাণিজ্য মন্ত্রণালয়।
ভোজ্যতেল কারখানাগুলোর প্রবেশমুখে দীর্ঘ সময় অপেক্ষা করায় ট্রাক ভাড়া বেড়ে যাওয়া এবং সেখানে চাঁদাবাজি ও সরবরাহ আদেশ কয়েকবার হাতবদলই খুচরা বাজারে তেলের দাম বাড়ার কারণ বলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে উঠে এসেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে ভোজ্যতেল মিল মালিক এবং সরবরাহ পর্যায়ের ব্যবসায়ীদের বৈঠকে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে সাম্প্রতিক সময়ে দাম বাড়ার এসব তথ্য উঠে আসে। এমন প্রেক্ষাপটে কারখানা পর্যায়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এখন থেকে প্রতিটি কারখানায় তদন্ত চালানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অভিযোগ করা হয়, ভোজ্যতেলের মিলগুলোতে সরবরাহ আদেশ দেয়ার পর মিল গেটে ট্রাক নিয়ে সাত থেকে ১০ দিন অপেক্ষা করতে হয় ডিলার বা তাদের প্রতিনিধিদের। ফলে ট্রাক ভাড়া বাবদ প্রতিদিন গুণতে হয় কয়েক হাজার টাকার বিলম্ব ফি। আবার মিলগুলোতে এসও বুকিং দেয়ার পর তা অন্যের কাছে লিটারে অন্তত ১১ টাকা লাভে ‘বেআইনিভাবে’ বিক্রি করে দেন ডিলাররা। এ প্রক্রিয়ায় একাধিকবারও এসও হাতবদল করেন ভোজ্যতেলের সরবরাহকারীরা।