ভোটার তালিকা হালনাগাদের জন্য ২০ মে থেকে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে
- আপডেট সময় : ১০:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভোটার তালিকা হালনাগাদের জন্য ২০ মে থেকে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠক করবে বলেও জানান তিনি। বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এপ্রিলের প্রথম সাপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসার কথা বলে জানান তিনি। ধারাবাহিক সংলাপের পরামর্শগুলো বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা ঠিক করবেন বলেও জানান তিনি। তবে, আপাতত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন না তারা। এর আগে, গত ১৩ মার্চ শিক্ষক সমাজ ও ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি। এদিকে, ভোটার তালিকা হালনাগাদের জন্য ২০ মে থেকে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জানান কমিশনার আলমগীর।