ভোটের আগে জোটের অধিকারে সোচ্চার আওয়ামী লীগের শরিকরা
- আপডেট সময় : ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
ভোটের আগে জোটের অধিকারে আওয়ামী লীগকে ছাড় দিতে চায় না শরিকরা। এবার রাজশাহী সিটি নির্বাচনে তারা বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেয়ার কথা ভাবছে। যদিও তাদের অভিযোগ, আওয়ামী লীগ ১৪দলীয় জোট করে ক্ষমতায় যাওয়ার পর ছোট ছোট দলগুলোর সাথে দূরত্ব বাড়িয়েছে। তবে ক্ষমতাসীনদের পাল্টা অভিযোগ, ভোটব্যাংকহীন এই দলগুলো হালুয়া-রুটির ভাগ খেয়ে বেমালুম ভুলে গেছে।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ১৪ দলের ঘরোয়া রাজনীতি এখন বেশ চাঙা। পাঁচ বছর পর আওয়ামী লীগের সাথে জোটের হিসেব-নিকেশ কষতে ব্যস্ত সময় তাদের। নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ এড়িয়ে চলছে তাদের। যদিও জোটের মেয়রপ্রার্থী হিসেবে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাইরে কাউকে ভাববার সুযোগ নেই। তবে ওয়ার্ড কাউন্সিলর পদগুলোতে আওয়ামী লীগকে এবার ছাড় না দিয়ে নিজ নিজ দলের প্রার্থী দিতে আগ্রহী শরিকরা।
শরিকদের এমন অভিযোগ আমলে না নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, সিটি মেয়রের কাছ থেকে নানা সুবিধাদি নিয়ে এখন উল্টো দোষারোপ করছেন। তারা জানান, শরিকদের সাথে দুই মে ১৪ দলের সমন্বয় সভা ডাকা হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, হাল নাগাদ ভোটার তালিকা ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ চূড়ান্ত করে এনেছেন তারা।
আগামী ২১ জুন রাজশাহী সিটির নির্বাচন। এর আগে প্রার্থীদের মনোনয়ন জমাদানের শেষ সময় ২৩মে।