ভোটের প্রতি জনগণের আস্থা অর্জন এবং সবাইকে নির্বাচনমুখী করতে বিশিষ্টজনদের সহযোগিতা চাইলেন সিইসি
- আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ভোটের প্রতি জনগণের আস্থা অর্জন এবং সবাইকে নির্বাচনমুখী করতে বিশিষ্টজনদের সহযোগিতা চাইলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বললেন, গণতন্ত্র সুসংহত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। সোমবার দ্বিতীয় দফায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে একথা বলেন সিইসি।
আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে সুশীল সমাজের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে আয়োজন করে নির্বাচন কমিশন ।
সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ বসেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার।
এতে অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে মতামত তুলে ধরেন বিশিষ্ট জনরা।
দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন কঠিন । তাই এ ব্যাপারে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতেও পরামর্শ দেন কেউ কেউ।
ইভিএম নিয়ে জনসাধারণের মধ্যে নানা প্রশ্ন রয়েছে.. তাই আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেন জ্যেষ্ঠ নাগরিকরা।
বিশিষ্টজনদের সহযোগিতা নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেন প্রধান নির্বাচন কমিশনার।
সংলাপে ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হন মাত্র ১৮ জন। তাদের নিয়ে বৈঠকে বসে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।