ভোটের মাঠে উত্তেজনা থাকেই, উত্তেজনা ছাড়া ভোট দেখেননি : রাশেদা সুলতানা
- আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ভোটের মাঠে উত্তেজনা থাকেই। উত্তেজনা ছাড়া ভোট দেখেননি বলে জানালেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রাজশাহী সিটি নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তেজনার মধ্যেই সবকাজ করতে হবে। যখন যে পরিস্থিতি আসে তা মোকাবিলা করতে হবে। অধৈর্য হলে চলবে না।
নগরীর এক রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়। হাতপাখার মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, এতে কোনো প্রভাব পড়বে না। নির্বাচন কমিশন চায় বাধাহীন ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য সব প্রস্তুতিও নেয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন।
উৎসবমুখর পরিবেশে ভোট হবে। সভায় প্রিজাইডিং অফিসারদের সুষ্ঠভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচনী আচরণ বিধি মেনে চলাসহ নানা দিকনির্দেশনা দেন ইসি। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।