ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে নাঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ৩০শে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি । তবে আন্দোলনের নামে কোন নৈরাজ্য করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।
একাদশ সংসদ নির্বাচনে বর্ষপূর্তিতে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে বিএনপি’র সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেন, অপশক্তির রাজনীতি করে দেশকে ধ্বংস করতে চায়। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আলোচনায় সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়মা লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ইভিএমে নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য অবান্তর।বিএনপির কঠোর সমলোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, যারা গণতন্ত্র দিবসকে গণহত্যা দিবস পালন করে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
এরআগে গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ।