ভোমরা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে অর্থ আদায়ের অভিযোগ
- আপডেট সময় : ০১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৭১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা। দেশের দ্বিতীয় বৃহৎ এই স্থলবন্দরটি রাজস্ব হারাচ্ছে। জেলা প্রশাসন বলছেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা পার্কিং ইয়ার্ড গুলোতে সিরিয়ালের নামে চলছে চাঁদাবাজি। ব্যবসায়ীরা বলছেন, টাকা না দিলে একেকটি পণ্যবাহী ট্রাককে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয় কমপক্ষে ৩০ থেকে ৫০ দিন। এতে করে ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা বাধ্য হয়েই অন্য বন্দরে চলে যাচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রপ্তানিকারকদের কেউ কেউ । চাঁদা নেয়র বিষয়টি এড়িয়ে সিএন্ডএফ সভাপতি বলেন, এ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্যনন।
দ্রুত বন্দরে এ সমস্যার সমাধান হবে যাবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। সস্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সিরিয়ালের অজুহাতে চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানালেও কোন সুরাহা হয়নি।