ভোলাহাটে গণপরিবহনে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গণপরিবহনে ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধারে ভোলাহাট থানা ও ডিবি পুলিশের কয়েকটি টিম যৌথ অভিযান চালায়। পরে বিভিন্ন স্থান থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১২ টি মোবাইলফোন, স্বর্ণালংঙ্খার, নগদ টাকা এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।