ভ্যাকসিনের যৌথ উৎপাদনে চিন-বাংলাদেশ উভয়পক্ষ লাভবান হবেঃ পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘চীনা টিকা পেতে দেরি হওয়ায় কাউকে দোষারোপ করার সুযোগ নেই। এছাড়া এ টিকার যৌথ উৎপাদনে গেলে উভয়পক্ষই লাভবান হবে।
বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘চীনা টিকার বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেয়ায় আনতে খুব একটা আগ্রহী ছিল না বাংলাদেশ। তবে এখন অনুমোদন দেয়ায় আনতে কোনো বাধা নেই। এসময়, তিনি বলেন, চীনা টিকার যৌথ উৎপাদন হতে পারে। আর তা হলে উভয়পক্ষই লাভবান হবে উল্লেখ করে চীনা টিকা উপহার দেয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে চীনের ৫লাখ উপহারের টিকার চালান বুধবার ভোরে ঢাকায় পৌঁছায়। ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় আসে।