ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়েও অপপ্রচারে নেমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়েও অপপ্রচারে নেমেছে।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, সরকারি বাসভবন থেকে দেয়া ভার্চুয়ালী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি’র দ্বিচারী বক্তব্য মানুষের ঘরে থাকাকে নিরুৎসাহিত করতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, জনগণ বিএনপির পশ্চাদমুখী রাজনীতিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধ আগামী বির্নিমাণের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছে।