ভ্যাট-ট্যাক্স কমানোর প্রভাব পড়েনি চট্টগ্রামের বাজারে
- আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০৯ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের উর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকারের ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্তে বিন্দুমাত্র প্রভাব পড়েনি দেশের বৃহত্তম পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ব্যবসায়ীরা বলছেন, অনেকখানি বাড়িয়ে একটু কমানোয়, বাজারে প্রভাব পড়েনি। বরং সরকারের প্রচারণায় ভোক্তাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, ভ্যাট-ট্যাক্স কমানো কিংবা বাজার মনিটরের পরিবর্তে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে মনোযোগী হলে, সুফল আসতো বেশি।
আর মাত্র ১৫ দিন পর রমজান। অন্যবছর এমন সময়ে ক্রেতা বিক্রেতাদের হাঁক-ডাকে মুখর থাকতো দেশের বৃহত্তম পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ।দোকান ও গুদামে থাকতো নিত্যপণ্যের বিশাল মজুদ
এবারের চিত্র আলাদা। বেশিরভাগ দোকান ও গুদাম এখন ফাঁকা। অলস বসে আছে ব্যবসায়ীরা। ক্রেতাদের আনাগোনাও কম। ব্যবসায়ীরা বলছেন, সবধরনের পণ্যের দাম বেশি হওয়ায় বেচাকেনা কমেছে।
উর্দ্ধমুখী বাজার নিয়ন্ত্রনে চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ভোজ্যতেলসহ বেশ কয়েকটি নিত্য পণ্য আমদানী সহজীকরণ; ক্ষেত্রবিশেষ ভ্যাট-ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বাজার তার প্রভাব নেই। ব্যাবসায়ীরা বলছেন, দেরিতে সরকারের সিদ্ধান্ত আসায় রমজানে প্রভাব পড়ার সম্ভাবনা নেই।ব্যবসায়ী নেতারা বলছেন, ভ্যাট ট্যাক্স কমানো, বাজার মনিটরিংয়ের মতো কঠিন প্রক্রিয়ায় না গিয়ে, নিত্য পণ্য আমদানীতে ডলারের যোগান বাড়ানোসহ সাপ্লাই চেইন স্বাভাবিক রাখলে, সুফল বেশি আসতো।
রমজানে আরেক চাহিদাসম্পন্ন পণ্য পেঁয়াজ। গেল সোমবার সরকার টিসিবির মাধ্যমে আমদানীর ঘোষণা দেয়ায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমলেও, দুই দিনের ব্যবধানে তা ফের বেড়ে গেছে।