ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী
- আপডেট সময় : ০৭:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাজধানীর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৮শতাংশ। এতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। তাপমাত্রা ৪০ এর নিচে থাকলেও গরমে নাকাল রাজধানীসহ সারাদেশের মানুষ। তবে, দু’য়েকটি জায়গায় হালকা বৃষ্টি হলেও সহসা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
করোনার প্রভাব কমার পর থেকেই রাজধানীতে যানজট বেড়েছে। রমজান মাসে আরও তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাকাল হয়ে পড়েছে রাজধানীর মানুষ।
মানুষের স্বাভাবিক জীবনেও এর প্রভাব পড়েছে। দিনভর রিকশা নিয়ে ঘুরলেও জমার টাকা তোলা কষ্টকর হয়ে পড়ছে বলে জানায়, চালকরা।
যানজটে দীর্ঘ লাইনে পড়ে থাকা বাস চালকরাও বলছেন গরমের কষ্টের কথা। এই অবস্থায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।
বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ও অনাবৃষ্টিতে গরম বাড়ছে বলে জানান, এই আবহওয়াবিদ।
ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া আগামী কয়েকদিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।