ভ্রাম্যমাণ ট্রাকে পেয়াজ, সয়াবিন তেল আলু ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি
- আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৭৬০ বার পড়া হয়েছে
স্বল্পমূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে নিত্য প্রয়োজনীয় ৪টি পণ্য-পেয়াজ, সয়াবিন তেল আলু ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, রাজধানীতে এ উদ্যোগ শুরু হলেও প্রয়োজনে ঢাকার বাইরেও ট্রাকসেল কার্যক্রম করা হবে। বাজারের থেকে অর্ধেক দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা।
সরকার বেঁধে দেয়া দামে আমদানির পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাজার। এমন বাস্তবতায় ভ্রাম্যমান ট্রাকসেল শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকসেল উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যর উর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারের এটি একটি ভাল উদ্যোগ।
টিসিবির ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনছেন ক্রেতারা। প্রতিজন ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা দরে ২ কেজি আলু, ৫০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ ও ১০০ টাকা লিটার দরে ২ কেজি সয়াবিন তেল কিনতে পারছেন তারা। পণ্যের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা এই কার্যক্রমের সুবিধা পাবেন।