ভয়াবহ ‘নাইন-ইলেভেন ট্র্যাজেডির ২১ বছর
- আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দেয়া ভয়াবহ ‘নাইন-ইলেভেন’ হামলার ২১তম বার্ষিকী আজ। গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়া সন্ত্রাসী হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল যুক্তরাষ্ট্রের গর্ব টুইন-টাওয়ার। প্রাণ যায় ৩ হাজার মানুষের। পঙ্গুত্বের শিকার বহু মানুষ। হামলায় বেঁচে যাওয়াদের আজও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ স্মৃতি।
মার্কিন ইতিহাসের ভয়াবহতম ওই হামলার পর নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র। দায়ী করা হয় ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন আল কায়েদাকে। লাদেনকে আশ্রয় দেয়ার অভিযোগে আফগানিস্তানে শুরু হয় সন্ত্রাসবিরোধী অভিযান। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে নিহত হয় লাখ লাখ নিরীহ মানুষ। হাজার হাজার কোটি ডলার অর্থ ব্যয় হয়। ২০০১ সালে আফগানিস্তানে শুরু হয় সন্ত্রাসবিরোধী অভিযান। সেই থেকে শুরু করে ইরাক-সিরিয়ায় আইএস বিরোধী অভিযান। তবু, সোমালিয়ায় আল শাবাব, নাইজেরিয়ায় বোকো হারাম, সিরিয়া-ইরাকে আইএস, পাকিস্তানে লস্কর ই তৈয়বা, ভারতে ইন্ডিয়ান মুজাহিদিন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।