ভয়াল ঘূর্ণিঝড় সিডরের একযুগ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভয়াল ঘূর্ণিঝড় সিডরের একযুগ আজ। ২০০৭ সালের এইদিনে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এর প্রভাবে দশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
বাংলাদেশের উপকূল ছাড়াও ভারতের চেন্নাই, তামিলনাড়ু এবং আরও কিছু রাজ্য সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে বাংলাদেশে ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি। বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি– এই তিন জেলা ১৬ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে সম্পূর্ণ তলিয়ে যায়। আর এই তিন অঞ্চলেই মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচ শতাধিক। মাছ ধরার নৌকাসহ নিখোঁজ হয় তিন সহস্রাধিক জেলে। শত শত ঘরবাড়ি এবং স্কুল বাতাসের তোড়ে উড়ে যায় এবং ভেঙে পড়ে গাছপালা।