মওদুদ আহমদের মরদেহ ঢাকায় এসে পৌছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেছে।
ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ গ্রহণ করতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান গণতান্ত্রিক সংকটে মওদুদ আহমদের মৃত্যু শূন্যতা তৈরি করবে, আন্দোলনের মাধ্যমে সেই শূন্যতা পূরণের চেষ্টা করা হবে। তিনি বলেন, তার মৃত্যু শুধু জাতীয়তাবাদীর শক্তির জন্যই নয় বরং দেশের জন্যও বড় ক্ষতি, এই শোককে শক্তিতে পরিণত করে আন্দোলন বেগবান করবে বিএনপি। বিমান বন্দর থেকে মওদুদ আহমদের মরদেহ প্রথমে তার গুলশানের বাসায় নেয়া হবে, পরে নগরীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে।