মওদুদ আহমদের মৃত্যুতে সারাদেশে শোক পালন করছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে সারাদেশে শোক পালন করছে বিএনপি। এছাড়া, মেয়র আবদুল কাদের মির্জার ঘোষণায় বসুরহাটে ৩ দিনের শোক পালন করছেন স্থানীয়রা।
কেন্দ্রীয় কর্মসূচি মেনে নগরীর দলীয় কার্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে দলীয় কার্যালয়ে নেতা মওদুদের মৃত্যুতে শোক জানায় নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিরবতা পালন করেন। অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ স্থানীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাটে মেয়র আবদুল কাদের মির্জার ঘোষণা মেনে বৃহস্পতিবার থেকে ৩ দিনের শোক ঘোষণা পালন করছেন ব্যবসায়ীরা। এই কর্মসূচি চলবে আরো দুদিন।