মঙ্গলবার মধ্য এশিয়ায় তিনটি দেশের লাখো মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বড় ধরনের ব্ল্যাকআউটের কারণে মঙ্গলবার মধ্য এশিয়ায় তিনটি দেশের লাখো মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। একটি যৌথ বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পর দেশগুলোর বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েন।
এ ঘটনায় কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের শহর গুলোতে ব্যাপক যানজট সহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সংশ্লিষ্ট এলাকার বেশির ভাগ বাসিন্দা পানি, পেট্রলপাম্প ও ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ ছাড়া জরুরি চিকিৎসাব্যবস্থা সচল রাখার জন্য হাসপাতালগুলো জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এ সময় পাতাল রেলসহ, মেট্রোরেল ও কেবল কারে দীর্ঘ সময়ে ধরে আটকা পড়েন সাধারন মানুষ।