মধ্যবিত্তের কাছ থেকে বাজেট ছিনতাই হয়ে গেছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
মধ্যবিত্তের কাছ থেকে বাজেট ছিনতাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বরাদ্দ বৈষম্য থাকায়, বাজেটকে জনবান্ধব বলা যায় না। আর টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে দুর্নীতি, মূল্যষ্ফীতি ও অর্থপাচারকারীদের উৎসাহিত করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দকে শুভঙ্করের ফাঁকি বলেও দাবি করেন তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
২০২২-২৩ অর্থবছরের প্রাস্তাবিত বাজেটে ‘পিছিয়ে পড়া মানুষের জন্য কি আছে’ শীর্ষক সংবাদ সম্মেলন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম।
মূল প্রবন্ধে, মধ্যবিত্তদের জীবন মান উন্নয়নে, প্রস্তাবিত বাজেটে তেমন বরাদ্দ নেই বলে দাবি করেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
খাদ্য শস্য ও জ্বালানি খাতে ভূর্তকি দেয়ার পরামর্শের পাশাপাশি বিদ্যুতের বিল বাড়ানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
পাচারের অর্থ ফিরিয়ে আনার সুযোগকে হটকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আর অনুষ্ঠানের সভাপতি টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,এটা বিদ্যমান আইনের পরিপন্থী।
প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও প্রসাশন বান্ধব বলে মন্তব্য করেন তিনি।
ক্রমাগত বৈষম্যমূলক বাজেটে, ২০৩০ সালের মধ্যে ১৭টি গোল পূরণ করা না গেলে, ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব নয় বলেও জানান বক্তারা।