মধ্য রাতে পদোন্নতি পাওয়া বিতর্কিত ৬২ কর্মকর্তার পদায়ন স্থগিত রেখে নির্দেশনা জারী
- আপডেট সময় : ১২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মধ্য রাতে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর বিতর্কিত ৬২ কর্মকর্তার পদায়ন স্থগিত রেখে নির্দেশনা জারী করেছে কর্তৃপক্ষ।একই সাথে বিতর্কিত এই পদোন্নতির হোতা পেট্রোবাংলার প্রশাসন বিভাগের পরিচালক আইয়ুব খান চৌধুরীর ছেলে কর্ণফূলী গ্যাসের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন চৌধুরীকে ঢাকার লিয়াজোঁ অফিস থেকে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে এই নির্দেশনা জারি করেন কেজিডিসিএলের প্রশাসন বিভাগের মহা-ব্যবস্থাপক ফিরোজ খান। পেট্রোবাংলা সুত্র জানায়, এসএটিভিসহ একাধিক গণমাধ্যমে বিতর্কিত এই পদোন্নতি নিয়ে অনুসন্ধ্যানী প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয়ের নির্দেশে যোগদান করার ১০ দিনের মাথায় একযোগে ৬২ জন কর্মকর্তাকে আগের জায়গায় ফিরিয়ে নিল প্রতিষ্ঠানটি। কর্ণফূলী ও পেট্রোবাংলার সাধারণ কর্মকর্তা কর্মচারীরা কোম্পানীর নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন। অভিযোগ রয়েছে নতুন এই নির্দেশনাটি স্থগিত করে বিতর্কিত ওই সিদ্ধান্ত পুনর্বহাল করতে সক্রিয় হয়ে উঠেছে আইয়ুব খান সিন্ডিকেট। তবে কেজিডিসিএলের এমডি খায়েজ আহমেদ মজুমদার জানিয়েছেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন নির্দেশনা না দেয়া পর্যন্ত আগের জায়গায় কাজ করতে বলা হয়েছে। এর সঙ্গে পদোন্নতির সম্পর্ক নেই।